সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

করিমগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা 

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা 

কিশোরগঞ্জের করিমগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ- উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা আক্তারের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু বলেন, একজন মা হল একটি জাতির বাহক, তাদের জন্য আমরা সকলে এই সুন্দর পৃথিবীর মুখ দেখেছি তাই সকল মা যাতে গর্ভকালীন সঠিক সেবা পায় সেদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে, তাহলে দেশ সেবা প্রযুক্তিতে আরও এগিয়ে যাবে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার সাথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

টিএইচ